‌‘প্রযুক্তি ব্যবহার করে কমিউনিকেশন করলে ব্যবসায় সফলতা আসবেই’

২৭ মে, ২০২১ ১৫:৪২  
‘ভালো কমিউনিকেশন সকল সেক্টরে সুফল বয়ে আনে। বর্তমানে কমিউনিকেশন সহজ করেছে প্রযুক্তি। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কমিউনিকেশন করলে তা ব্যবসায় আরো বেশি সফলতা এনে দিবে’। বুধবার (২৬ মে) বাংলাদেশ কম্পিউটার সমিতি ও আইবিপিসি আয়োজিত ''সিক্রেটস অফ ইফেক্টিভ কমিউনিকেশন ফর দ্য সাকসেস অফ বিসনেস'' শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় এই সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। প্রযুক্তিকে ভুল পথে ব্যবহার না করে কমিউনিকেশনে ব্যবহার করলে সফলতা সম্ভব জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে কমিউনিকেশনের এখন বিশাল একটা সুযোগ আছে। এর মাধ্যমে মানুষকে কাছে নিয়ে আসা সম্ভব। প্রযুক্তিকে ভুল পথে ব্যবহার না করে কমিউনিকেশন এবং ব্যবসার কাজে আমরা ব্যবহার করতে পারি তাহলে খুব বেশি ভালো করতে পারবো। ডিজিটাল কমিউনিকেশনের কাছে হিউম্যান কমিউনিকেশন কত দিন ঠিকে থাকবে তা সময়ই বলে দিবে জানিয়ে একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, ডেটা সব জানে, আমাকে আমার থেকে বেশি জানে। গত ১০ বছর একটা মানুষ কয়টা কম্পিউটার কিনেছে ডেটা তা জানে, তাই এ রকম টাগের্টট ডিজিটাল কমিউনিকেশনের সাথে হিউম্যান কমিউনিকেশন কত দিন ঠিকে থাকবে তা সময়ই বলে দিবে। আমাদের দেশে এখন অনেকেই প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমাদের সময় এসেছে প্রযুক্তি পণ্য রপ্তানি করার এমন আশাবাদ ব্যক্ত করেন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর সমন্বয়ক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রহিম খান। প্রশিক্ষণ কর্মশালায় ৩০০ এর উপরের বিসিএস সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালা মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইন্ড মেপার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান প্রশিক্ষক এজাজুর রহমান । বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম সম্পাদক মুজাহিদ আল বেরুনী সুজনের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, রায়ানস আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জুয়েল এবং এক্সেল টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা গৌতম সাহা।